বুধবার, ২৭ জুন, ২০১৮

শিরোনামঃস্বপ্নচুড়া স্টুডেন্টস ইউনিটি দ্বারা পরিচালিত গ্রাম্যা পাঠাগারে সকল সদস্যা উদ্দোগে বাৎসরিক সেমাই চিনি বিতারন ২০১৮

গাইবান্ধায় সদর থানার আন্তরগত ইউনিয়ান ৪নং সাহাপাড়া ইউনিয়ের ৬ নং ওয়াডে খামার পীরাগাছা গ্রামে অবস্থিত @স্বপ্নচুড়া স্টুডেন্টস ইউনিটি দ্বারা পরিচালিত গ্রাম্যা পাঠাগারে সকল সদস্যা উদ্দোগে বাৎসরিক সেমাই চিনি বিতারন ২০১৮ ইং রোজ ঃ মঙ্গলবার সময় ৩ ঘটিকার সময়।
উক্ত আয়োজন এ উপস্তিত ছিলেন ইউনিটির নির্বহী প্রধান, সভাপতি,সহ সভাপতি,সাধারন সম্পাক, যুগ্না সাধারন সম্পাক সহ বিভিন্ন পর্য়ায়ের সম্পাক ও সকল নির্বাহী সম্পাক বৃন্দু, এবং পাঠাগারে সকল সদস্যা বৃন্দু সে সময় উপস্তিত ছিলেন ।
বিতারনকৃত গ্রামের নাম হলো।
১/ খামার পীরাগাছা।
২/ কবিপাড়া।
৩/ ফলিমারী।
৪/ইসলামপুর।
৫/ সোনাইডাঙ্গায়।
৬/ ভাজনের খামার।
৭/ সাদেকপুর
৮/ বিসনপুর
৮/ বানীগাড়ি
৯/ দৌলুতপুর
এই নয়টি গ্রামে ইউনিটির বাৎসরিক সেমাই চিনি বিতার করা হয় ।
সকল সদস্যাদের কে সার্বিক সহযোগীতা করার জন্য আন্তরিক ধন্যাবাদ
ধন্যাবাদআন্তে,
মো,শামীম সরকার
প্রধান, ক্যাশিয়ার খামার পীরাগাছা পৃর্বপাড়া জামে মসজিদ।

>সাধারন মস্পাদক
স্বপ্নচুড়া স্টুডেন্টস ইউনিটি
>>এই নিউজটি অামাদের মাঝে শেয়ার করেছেন
>>>মোঃ শামিম সরকার
অাপনারাও পারেন অামাদের মাধ্যমে অাপনার এলাকার যেকোনো নিউজ শেয়ার করতে অামরা অাছি অাপনাদের সঙ্গে।অাপনারা চাইলে পরিচয় গোপন রাখা হবে।।।
গাইবান্ধা অনলাইন নিউজ
সদা সত্যর জন্য প্রকাশিত

  • 1Blogger Comment
  • Facebook Comment

1 Comment