গাইবান্ধায় সদর থানার আন্তরগত ইউনিয়ান ৪নং সাহাপাড়া ইউনিয়ের ৬ নং ওয়াডে খামার পীরাগাছা গ্রামে অবস্থিত @স্বপ্নচুড়া স্টুডেন্টস ইউনিটি দ্বারা পরিচালিত গ্রাম্যা পাঠাগারে সকল সদস্যা উদ্দোগে বাৎসরিক সেমাই চিনি বিতারন ২০১৮ ইং রোজ ঃ মঙ্গলবার সময় ৩ ঘটিকার সময়।
উক্ত আয়োজন এ উপস্তিত ছিলেন ইউনিটির নির্বহী প্রধান, সভাপতি,সহ সভাপতি,সাধারন সম্পাক, যুগ্না সাধারন সম্পাক সহ বিভিন্ন পর্য়ায়ের সম্পাক ও সকল নির্বাহী সম্পাক বৃন্দু, এবং পাঠাগারে সকল সদস্যা বৃন্দু সে সময় উপস্তিত ছিলেন ।
বিতারনকৃত গ্রামের নাম হলো।
১/ খামার পীরাগাছা।
২/ কবিপাড়া।
৩/ ফলিমারী।
৪/ইসলামপুর।
৫/ সোনাইডাঙ্গায়।
৬/ ভাজনের খামার।
৭/ সাদেকপুর
৮/ বিসনপুর
৮/ বানীগাড়ি
৯/ দৌলুতপুর
এই নয়টি গ্রামে ইউনিটির বাৎসরিক সেমাই চিনি বিতার করা হয় ।
সকল সদস্যাদের কে সার্বিক সহযোগীতা করার জন্য আন্তরিক ধন্যাবাদ
ধন্যাবাদআন্তে,
মো,শামীম সরকার
প্রধান, ক্যাশিয়ার খামার পীরাগাছা পৃর্বপাড়া জামে মসজিদ।
ও
>সাধারন মস্পাদক
স্বপ্নচুড়া স্টুডেন্টস ইউনিটি
>>এই নিউজটি অামাদের মাঝে শেয়ার করেছেন
>>>মোঃ শামিম সরকার
অাপনারাও পারেন অামাদের মাধ্যমে অাপনার এলাকার যেকোনো নিউজ শেয়ার করতে অামরা অাছি অাপনাদের সঙ্গে।অাপনারা চাইলে পরিচয় গোপন রাখা হবে।।।
গাইবান্ধা অনলাইন নিউজ
সদা সত্যর জন্য প্রকাশিত
অনেক সুন্দর
উত্তরমুছুন